রমজানে প্লাস্টিক-কাগজের পণ্যের চাহিদা বাড়ছে সৌদি আরবে
পবিত্র রমজান মাসে সৌদি আরবে খাবারের সঙ্গে সম্পর্কিত প্লাস্টিক ও কাগজের পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি পেয়েছে। সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যরা একত্রিত হয়ে খাবার খান, যা সৌদি আরবের দীর্ঘ দিনের ঐতিহ্য। তাছাড়া মক্কা ও মদিনা শরীফের মসজিদসহ দেশটির বিভিন্ন পবিত্র মসজিদ সমুহে সারা বিশ্ব থেকে আগত ধর্ম প্রান মুসলমানগন ওমরা হজ্জ-সহ বিভিন্ন ইবাদত বন্দিগীর জন্য রমজান মাসে দেশটিতে অবস্থান করেন। তারাও একত্রে ইফতার ও সেহরীর সময় অনুরূপ প্লাস্টিক ও কাগজের পণ্য ব্যবহার করে থাকেন। এ বছর সৌদি আরবে রমজান শুরু হয়েছে ১ মার্চ থেকে।

মূলত কাপ, প্লেট ও চামচের মতো জিনিসপত্রের বিক্রি বৃদ্ধি পেয়েছে। কারণ পবিত্র রমজানে রেস্তোরাঁ ও পরিবারগুলো এসব জিনিসপত্র ব্যাপকভাবে ব্যবহার করে। যদিও এই সুযোগে কিছু দোকান মালিক পণ্যের দাম বাড়িয়েছেন। রমজানের আগের শাবান মাসের শেষ সপ্তাহ থেকে কাগজের কাপের দাম ৪ রিয়াল বেড়েছে।
সৌদি সংবাদপত্র আল ওয়াতান জানিয়েছে, প্লাস্টিকের জিনিসপত্র বিশেষ করে প্লেটের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
কাগজের পণ্যের বিক্রেতা মোহাম্মদ আল হারাবি বলেন, রমজানের প্রথম দিন থেকেই তার পণ্যের চাহিদা বেড়েছে।
আল হারবি আরও বলেন, রমজান মাসে পারিবারিক জমায়েতে এই পণ্যগুলো এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে এর দামও বেড়ে যায়।
তিনি বলেন, রমজান মাসে তৈরি খাবার ও দলগত ইফতারের চাহিদা বৃদ্ধির ফলে সৌদি আরবে রেস্তোরাঁখাত সমৃদ্ধ হয়েছে।
শেফ মাহা তাহের বলেন, বেশিরভাগ পরিবার ইফতার ও সেহরির খাবার প্রস্তুতে কাগজের পণ্য ব্যবহার করতে পছন্দ করে। বিশেষ করে যাদের ব্যস্ততা বেশি থাকে।

Comments
Post a Comment