‘সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজে জুলাইয়ে’

 


স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এর পরেই দেশের পরবর্তী সংসদ সদস্য নির্বাচন কবে নাগাদ হতে পারে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। আলোচনার মুখে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। এবার শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠককালে আগামী সংসদ সদস্য নির্বাচন নিয়ে একটি রূপরেখা দিলেন তিনি।   

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ’ গ্রহণ করে, তবে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। আর ‘বৃহত্তর প্যাকেজ’ গ্রহণ করলে নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাইয়ে।

প্রধান উপদেষ্টা গুতেরেসকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং জানান, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতিমধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। অধ্যাপক ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্য গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয়, তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ গ্রহণ করলে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে ‘বৃহত্তর সংস্কার প্যাকেজ’ চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে। এ সময় প্রধান উপদেষ্টা ‘স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন’ আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান। আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই, এই সংস্কার প্রক্রিয়ার প্রতি। আমরা এখানে আপনার সংস্কারকে সমর্থন করতে এসেছি। আমরা আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। আমরা যা করতে পারি, আমাদের জানান।’

অধ্যাপক ইউনূসের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস আশা প্রকাশ করেন, এই সংস্কার প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের ‘প্রকৃত পরিবর্তন’ আনতে সহায়ক হবে। তিনি বলেন, ‘আমি জানি, সংস্কার প্রক্রিয়া জটিল হতে পারে।’

Comments

Popular posts from this blog

লাখ টাকারও অধিক বেতনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ