রোহিঙ্গাদের কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে, তা মেনে নেওয়া যায় না: জাতিসংঘ মহাসচিব

 


‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে, তা আমরা মেনে নিতে পারি না’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমার দৃঢ় কণ্ঠে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলতে চাই, আমাদের জরুরি ভিত্তিতে আরও সহায়তা দরকার। রোহিঙ্গাদের বাংলাদেশে মর্যাদার সঙ্গে বসবাস করার জন্য এই সহায়তার খুব প্রয়োজন।

তিনি আরও বলেন, ক্যাম্প পরিদর্শন করে দুটি বিষয়ে তিনি স্পষ্ট হয়েছেন। এর একটি হচ্ছে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়।

'মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের অধিকারকে সম্মান এবং বৈষম্য ও নিপীড়নের অবসান নিশ্চিত করতে যা কিছু করা প্রয়োজন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তা করা দরকার। দ্বিতীয়ত, রোহিঙ্গারা ক্যাম্পের অবস্থার আরও উন্নতি চায়। দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কয়েকটি দেশ আকস্মিকভাবে মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এ কারণে আমরা এই ক্যাম্পগুলোতে খাদ্য বরাদ্দ কমিয়ে দিতে যাচ্ছি,' বলেন তিনি।

তবে, এই পরিস্থিতি এড়াতে যা কিছু প্রয়োজন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, 'যারা যারা আমাদের সহায়তা করতে পারে, আমি সেসব দেশের সঙ্গে কথা বলব। যাতে রোহিঙ্গাদের আসন্ন বিপদ মোকাবিলা করতে আমরা প্রয়োজনীয় তহবিলের বিষয়টি নিশ্চিত করতে পারি।'

Comments

Popular posts from this blog

লাখ টাকারও অধিক বেতনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ